বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের একটি অংশ পরীক্ষা নেওয়ার দাবি জানান।
শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষার বিষয়ে আন্তশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটি বহাল থাকছে।’
সাংবাদিকদের তিনি বলেন, ‘এখন এইচএসসি পরীক্ষা নেওয়া হলে নিরাপদ পরিস্থিতি বহাল থাকবে কিনা, প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করা যাবে কিনা, তাছাড়া এ পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট সুযোগ রয়েছে। সব মিলিয়ে পরীক্ষার পক্ষে-বিপক্ষে যুক্তি আছে। চেয়েছিলাম আরও বিশ্লেষণ করতে। কিন্তু আপনারা জানেন, যেসব ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত।’
পরীক্ষার ফল কীভাবে দেওয়া হবে সে বিষয়ে উপদেষ্টা বলেন, ‘একটা রক্ষাকবচ আমার কাছে মনে হয়েছে, এসব পরীক্ষার্থী পুরো বছর পরীক্ষা দিয়েছে, টেস্ট-প্রিটেস্ট দিয়েছে। আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করবো, তারা যেন শিক্ষার্থীদের সব বিষয়ের সব মূল্যায়নপত্র দেয়।’
মূল্যায়ন বিষয়ে তিনি বলেন, ‘আমাদের এক্সপার্টরা আছেন, তারা ভাবছেন। শিক্ষা বোর্ডগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা।’
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka, Bangladesh.
Email: znewstv.bd@gmail.com
Copyright © 2025 Z News Tv. All rights reserved.