আজ কুমিল্লা শহরের টাউন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা কে দেশে এনে গণহত্যার বিচার ও আওয়ামীলীগের নেতা কর্মী দের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে এক মহা সমাবেশের আয়োজন করে।
[video width="848" height="480" mp4="https://znewstv.com/wp-content/uploads/2024/08/WhatsApp-Video-2024-08-15-at-19.41.37_8264998d.mp4"][/video]
কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পাঠ দিয়ে অনুষ্টান শুরু হয় ,মোহাম্মদ রুবেল হোসাইন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক আবিদ হাসান রাফি ,এবি যুবায়ের ,মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমরান,জান্নাতুল ইভা ,রাশেদ ,এম এইচ আবির ,সাকিব হোসাইন ,আবু রায়হার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বক্তব্য রাখেন নাজিম, ফরহাদ, কাউছার,সোহাগ,মাজহারুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ ওমর বায়জিদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ফখরুল ইসলাম, রকিবুল ইসলাম রকি, কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী দেলোয়ার,কুমিল্লা পলিটেকনিক এর শিক্ষার্থী আল আমিন,সালেহীন, BAIUST শিক্ষার্থী রাইসা জাহান, কুমিল্লা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী তরিকুল ইসলাম, ইবনে তাইমিয়া কলেজের শিক্ষার্থী আদনান রাতিন, খালেদ, ইস্পাহানী স্কুলের শিক্ষার্থী উজ্জ্বল,কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী ইবাদ এবং নুর সহ অন্যান্য স্কুল,কলেজ,মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করে অনুষ্টানে বক্তারা বলেন স্বৈরাচারী খুনি হাসিনা ও তাঁর সন্ত্রাসী দোসরদের হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন সে সকল ভাই বোন এবং তাদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি। খুনি হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিচারের মাধ্যমে শান্তি নিশ্চিত করার জন্য আজকে মার্চ ফর জাস্টিস, ছাত্র সমাবেশ ।
এসময় সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে তাকে জুলাই হত্যার বিচারের দাবী তুলেন এবং দেশ কে সুন্দর করে সাজাতে সকলের প্রতি আহবান জানান ।
[video width="848" height="480" mp4="https://znewstv.com/wp-content/uploads/2024/08/64.mp4"][/video]
[video width="848" height="480" mp4="https://znewstv.com/wp-content/uploads/2024/08/65.mp4"][/video]
বক্তব্যের একপর্যায়ে বক্তারা কুমিল্লার স্থানীয় প্রশাসন কে সঠিক ভাবে জুলাই হত্যা কান্ডের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আল্টিমেটাম দেন অন্যতায় তারা আগামী সাপ্তাহে জেলা প্রসাশক কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিবেন বলে মন্তব্য করেন।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552