রাজধানীর কাটাবনের পাখি মার্কেটের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।
বুধবার (১৪ আগস্ট) বিকালে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বন অধিদফতর পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবরা, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষকসহ বিভাগীয় বন কর্মকর্তা এবং অধিদফতরের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে কাটাবনে নিয়মিত মনিটরিং করতে হবে। এখানে সব প্রকার অবৈধ পাখির ব্যবসা বন্ধে এবং পাখির প্রতি নিষ্ঠুর আচরণকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’ এ কাজে শিক্ষার্থীদের সহযোগিতা নেওয়ারও আহ্বান জানান তিনি।
এ সময় বনের ওপর আগ্রাসন বন্ধে অগ্রাধিকার ভিত্তিতে বনের সীমানা নির্ধারণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান পরিবেশ উপদেষ্টা।
Leave a Reply