এক দফা আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে ১০টির ওপরে অগ্নিসংযোগের সংবাদ পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তবে নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে যেতে পারছে না ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিএসএমএমইউতে লাগা আগুনে পুড়ে পরিবহন ভস্মীভূত। সেখানে আগুন লাগার সংবাদ পেলেও ফায়ার সার্ভিস নিরাপত্তা জনিত কারণে যেতে পারেনি।
এদিকে বাটা সিগনালে পুলিশ বক্স, বাংলামোটর পুলিশ বক্স ও শেরাটন পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া কলাবাগান পুলিশ বক্স ভাঙচুর করেছে তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন জাগায় বেলা ১১টার পর থেকে বিভিন্ন স্থাপনা ও যানবাহনে আগুন লাগার সংবাদ আসে ফায়ার সার্ভিসের কাছে। পরে ফায়ার সার্ভিস গাড়ি পাঠানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তা চাওয়া হয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে জানায়, চলমান অবস্থায় তারা ফায়ার সার্ভিসের গাড়ির নিরাপত্তা দিতে পারবেন না।
এদিকে রোববার (৪ আগস্ট) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, রাজধানীর অনেক জায়গা থেকে আগুন লাগার সংবাদ পাচ্ছি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারছে না। গাড়ি রওনা হলেও রাস্তায় সংঘর্ষ থাকায় গাড়ি বিএসএমএমইউসহ বিভিন্ন স্পটে পোঁছাতে পারছে না।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka, Bangladesh.
Email: znewstv.bd@gmail.com
Copyright © 2025 Z News Tv. All rights reserved.