গত ০৩/০৬/২০২৪খ্রিঃ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন রামচন্দ্রপুর আবদুল হামিদ (৬৫), পিং-মৃত দুলা মিয়া, মাতা-করকূলের নেছা, সাং-রামচন্দ্রপুর, পো: অলির বাজার, থানা- সদর দক্ষিণ মডেল, জেলা- কুমিল্লার বসত বাড়িতে ডাকাতি হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-১৩, তাং-০৩/০৬/২০২৪খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলা রুজু করা হয়। গত ০৮/০৭/২০২৪খ্রিঃ তারিখ অফিসার ইনচার্জ, সদর দক্ষিণ মডেল থানা, কুমিল্লার দিক-নির্দেশনা মতে মামলার তদন্তকারী অফিসার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে মামলায় সাথে জড়িত আসামী ১। জীবন মিয়া জীবন জীবু, পিতা-মৃত সাহেব আলী, সৎ পিতা-আব্দুল বারেক, মাতা-একতিন্নেছা, গ্রাম-হাটাশ (বড় মসজিদ ওয়ালা হাজী বাড়ী), থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা, এ/পি-গ্রাম-সুহিলপুর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা এবং সহযোগী ডাকাত ২। আল-আমিন, পিতা-মিজানুর রহমান, মাতা-হোসনে আরা বেগম, সাং- পানিপাড়া (ঈদগাহ বাড়ি), পোঃ ভোমরকান্দি, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাদ্বয় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুর্ধর্ষ ডাকাত জীবন মিয়া ও আল-আমিনকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীদ্বয় বর্ণিত মামলার ডাকাতির ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে এবং আসামী জীবন মিয়া জীবন জীবু ডাকাতের বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ডাকাতি মামলা সহ ০৯টি মামলা রয়েছে । আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। উক্ত অভিযান অব্যাহত আছে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552