চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে ছাই হয়েছে জেলে পল্লীর ৪৬ ঘর। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের উজান মাঝির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
[caption id="attachment_5948" align="alignnone" width="300"] আগুনে পুড়ে গেছে ৪৬ ঘর[/caption]
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার তানভীর হোসেন জানান, ১টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা হয়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।
[caption id="attachment_5947" align="alignnone" width="300"] আনোয়ারায় জেলে পল্লীতে আগুনে পুড়ছে[/caption]
রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান মো. আমিন শরীফ বলেন, সমুদ্রের কাছে হওয়ায় আগুন নিভাতে বেগ পেতে হয়েছে। ঘরগুলোতে জাল ও ট্রলারের তেল ছিল যার কারণে আগুনের তীব্রতাও ছিল বেশি। অগ্নিকাণ্ডে জেলেরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। ইউনিয়ন পরিষদ থেকে তাদের জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552