২৭ মার্চ আইপিএল ইতিহাসের রেকর্ড দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ৩ উইকেটে করেছিল ২৭৭ রান। ১৯ দিনের মাথায় দেখা গেলো হাই স্কোরিং ইনিংস উপহার দেওয়া অভ্যাসে পরিণত হয়েছে তাদের। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের করা সেই রেকর্ড আবারও ভেঙেছে তারা। এবার ৩ উইকেটে ২৮৭ রান করেছে হায়দরাবাদ! এটিই এখন আইপিএলের সর্বোচ্চ টিম স্কোর। রেকর্ড সংগ্রহের পর বেঙ্গালুরুকে ২৫ রানে হারিয়েছে প্যাট কামিন্সের দল। দিনেশ কার্তিকের ৮৩ রানের ঝড়ের পরও ৭ উইকেটে ২৬২ রানে থেমেছে বেঙ্গালুরু। সপ্তম ম্যাচে এটি তাদের ষষ্ঠ হার!
বেঙ্গালুরুতে টস হেরে শুরুতে ব্যাট করেছিল হায়দরাবাদ। শুরুতে ওপেনিং জুটিতেই বড় স্কোরের ভিত পায় তারা। ৪৯ বলে ১০৮ রান যোগ করেন দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ২২ বলে অভিষেক ৩৪ রানে ফিরলে ভাঙে জুটি। এই জুটি ভাঙার পরই আগমন ঘটে বিপজ্জনক হাইনরিখ ক্লাসেনের। এই সময়ে হেডের সঙ্গে মিলে দুজনে যোগ করেন ৫৭ রান। শুরু থেকে তাণ্ডব চালানো হেড ৩৯ বলে দেখা পান সেঞ্চুরির। তার পর ৪১ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১০২ রানের বিস্ফোরক ইনিংস খেলেই সাজঘরে ফেরেন তিনি। ততক্ষণে স্কোর ছিল ২ উইকেটে ১২.৩ ওভারে ১৬৫! হেডের বিদায়ের পরই খোলস ছেড়ে বের হয়ে আসেন ক্লাসেন। এইডেন মারক্রামের সঙ্গে দারুণ জুটির পাশাপাশি ছক্কা বৃষ্টি করতে থাকেন তিনি। ৩১ বলের ইনিংসে সাতটি ছক্কা হাঁকান তিনি। ফার্গুসনের শিকার হওয়ার আগে ২ চার ও ৭ ছক্কায় ৬৭ রানে আউট হয়েছেন। তার পর ক্যামিও ইনিংসে শেষে স্কোরবোর্ড সমৃদ্ধ করেছেন মারক্রাম ও আব্দুল সামাদ। মারক্রাম ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩২ রানে অপরাজিত ছিলেন। আব্দুল সামাদ ১০ বলে অপরাজিত থাকেন ৩৭ রানে! তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়ের মার। ৫২ বলে ২টি উইকেট শিকার করেছেন লকি ফার্গুসন।
হায়দরাবাদের রেকর্ড ইনিংসের পর জবাবটা খারাপ ছিল না দু প্লেসিদের। কোহলির ঝড়েই ৬.২ ওভারে ৮০ রান যোগ করে তারা। কোহলি ২০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪২ রানে আউট হলে ঘটে ছন্দপতন। অপর সঙ্গী ও অধিনায়ক ফাফ দু প্লেসি ঝড় অব্যাহত রাখলেও পরবর্তী ব্যাটাররা দাঁড়াতে পারেননি। দ্রুত রজত পতিদারের (৯) আউটের পর ফাফ (৬২) ও সৌরভ চৌহানের (০) পতনে চাপে পড়ে যায় তারা। ফাফের ২৮ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছয়ের মার। সঙ্গীদের ব্যর্থতায় ঠিক তখন একার লড়াইয়ে ম্যাচটা জমিয়ে তোলার চেষ্টায় ছিলেন দিনেশ কার্তিক। বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৫ বলে ৮৩ রানের ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৭টি ছয়ের মার। কার্তিক আউট হতেই ৭ উইকেটে ২৬২ রানে থেমেছে বেঙ্গালুরু।
হায়দরাবাদের হয়ে ৪৩ রানে তিনটি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। ৪৬ রানে দুটি নিয়েছেন মায়াঙ্ক মারকান্ডে। একটি নিয়েছেন টি নটরাজন। ম্যাচসেরা বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকানো ট্রাভিস হেড।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka, Bangladesh.
Email: znewstv.bd@gmail.com
Copyright © 2025 Z News Tv. All rights reserved.