জামালপুরের ইসলামপুর উপজেলায় নানির সঙ্গে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরশিশুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ভাই হলো মিনহাজ উদ্দিন (১০) ও মিনাল মিয়া (৭)। তারা উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা এলাকার আজাহার মিয়ার ছেলে। ঈদের দুদিন আগে বাবা-মায়ের সঙ্গে নানা দুদু সরকারের বাড়িতে বেড়াতে এসেছিল তারা।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে নানির সঙ্গে বাড়ির পাশের যমুনা নদীতে মাছ ধরতে যায় দুই ভাই। একপর্যায়ে নদীতে ডুবে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির দেড় ঘণ্টা পর তাদের লাশ ভেসে ওঠে।
সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল বলেন, ‘তাদের নানা দরিদ্র মানুষ। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। দুপুরে নানির সঙ্গে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিকালে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে।’
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552