বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রবিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সকাল ৭টায় পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কের সামনে থেকে বঙ্গবন্ধুর এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে র্যালিটি।
শনিবার (১৩ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, আলোচনা সভা ও র্যালির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552