অবরুদ্ধ গাজা শহরের একটি বাড়িতে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১২ এপ্রিল) ওই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মধ্য গাজা শহরের দারাজের পার্শ্ববর্তী সিদ্রা এলাকায় তাবাতিবি পরিবারের একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অনেকেই আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৮৯তম দিন। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৫৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯৪ জন।
অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছেন।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552