ঈদের ছুটিতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে এক নোটিশের মাধ্যমে বরিশালের স্থায়ী বাসিন্দা চিকিৎসক, নার্স ও কর্মচারীদের এ ছুটি বাতিল করে হাসপাতাল কর্তৃপক্ষ।
ছুটি বাতিলের নির্দেশনায় ঈদকালীন ১০, ১১ ও ১২ এপ্রিল প্রতিটি ওয়ার্ডে তিন রোস্টারে (সকাল, বিকাল ও রাত) আগের মতো চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরা দায়িত্ব পালন করবেন। তবে জরুরিভাবে ছুটি প্রয়োজন এমন চিকিৎসক, নার্স ও স্টাফদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভাগীয় প্রধান কিংবা পরিচালককে অবহিত করতে হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিবছর ঈদুল ফিতরে অন্যান্য ধর্মাবলম্বী চিকিৎসক ও নার্সরা নিজের মধ্যে সমন্বয় করে ছুটি ভোগ করে আসছিলেন। এতে হাসপাতালে ঈদের সময়ে চিকিৎসক ও নার্সসহ অন্যান্য কর্মচারী-সংকট দেখা দেয়। রোগীদের নানা ভোগান্তির শিকার হতে হয়।
এ সমস্যা সমাধানে সোমবার দুপুরে হাসপাতাল পরিচালক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক ও সাধারণ সম্পাদক ডা. এ এস এম সায়েমসহ সকল বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, সেবা তত্ত্বাবধায়ক ও নার্সিং ইনচার্জদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সকলের ছুটি বাতিল করা হয়।
হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে রোগীর তুলনায় জনবল খুব কম। তারপরও স্বল্পসংখ্যক জনবল দিয়ে সঠিক সময় সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা ঈদে ছুটি ভোগ করতে পারবেন না তারা ঈদের পর রোটেশন অনুযায়ী ছুটি ভোগ করবেন।’
এ ছাড়া ঈদের তিন দিন চিকিৎসাসেবা সার্বিক তদারকিতে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এরা হলেন হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম, উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান ও সহকারী পরিচালক (অর্থ, ভান্ডার ও প্রশাসন) ডা. রেজওয়ানুর আলম।
হাসপাতালের আন্তবিভাগে ১৫০ চিকিৎসকের সঙ্গে রোগীর সেবায় নিয়োজিত থাকবেন ২২৬ জন ইন্টার্নি চিকিৎসক। তাদের সহযোগিতা করবেন ৮৮৯ জন সিনিয়র স্টাফ নার্স ও ৫৩ জন স্টাফ নার্স ছাড়াও চার শতাধিক অন্যান্য কর্মচারী।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552