মাতৃ – স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

- আপডেট সময় : ১০:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ১৮৭৬ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম সেলিম: কক্সবাজার
রামু উপজেলা হিমছড়ি সম্মেলন কক্ষে ১৪ই মার্চ দুপুর ২ঘটিকায় মাতৃ -স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণে এডভোকেসি সভা রামু উপজেলা নবাগত নিবার্হী অফিসার রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রজেক্ট, কক্সবাজার – রামু, মাতৃ – স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা জিরো হোম ডেলিভারি অর্জনের লক্ষ্যে সমাজে সচেতনতা সৃষ্টি এবং স্টেকহোল্ডারগনের সক্রিয় সম্পৃক্ততা বৃদ্ধি করার এবং পরিবার পরিকল্পনা অপূর্ণ চাহিদা চিহ্নিত করা ও প্রয়োজনীয় ব্যবস্হা সহ রামু উপজেলার ১০টি প্রেক্ষাপট প্রসবের চিত্র তুলে ধরে সামাজিক সচেতনার মাধ্যমে গর্ভকালীন মায়েদের ডেলিভারী শূন্যের কোঠায় আনার জন্য মাতৃ – স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এডভোকেসি সভায় বক্তব্য রাখেন – রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আফসানা জেসমিন পপি, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালা উদ্দিন, জাপাইকো অফিসার কামরুজ্জান জনি ডাঃ নুর হুদা মজুমদার মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) ডাঃ নাঈম সরকার, পরিবার পরিকল্পনা কর্মকতা (ভারপ্রাপ্ত) ডাঃ ইমতিয়াজ চৌধুরী, উপজেলা পুষ্টি অফিসার, ইউনিসেফ, মেহেদী হাসান, এস আর এইসের জাপাইকো প্রোগ্রাম ডাইরেক্টার গাজী রেজাউল করিম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল, রামু রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান,ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূটৃো, রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর দর্পন বড়ুয়া,সাংবাদিক সােয়েব সাঈদ, মহিলা বিষয়ক অফিসার উম্মে সুরাইয়া আমিন, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আংগুর বালা,সহকারী ইন্সপেক্টর দুলাল বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদস্য বিপুল বড়ুয়া আপ্পু, রামু উপজেলা মসজিদের ইমাম মৌলনা নুরুল হাকিম, শিক্ষা অফিসার নুরুল ইসলাম,