আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগত মিছিল করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন মধুপুর উপজেলা শাখা । রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মধুপুর উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মধুপুর থানা মোড় এলাকা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে রমজানের পবিত্রতা রক্ষার জন্য বক্তব্য রাখেন মধুপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হযরত মাওলানা মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ মো.হারুন অর রশিদ, মজাহিদ কমিটির সভাপতি হযরত মাওলানা আল আমিন,ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা মনির হোসেন প্রমিখ। এসময় ইসলামী আন্দোলন মধুপুর উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
Leave a Reply