সংবাদ শিরোনাম :
ব্রেকিং ::
রাজশাহীতে শিশুকে আটকে রেখে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১৮৭৫ বার পড়া হয়েছে

মো: আকাশ ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি,দুর্গাপুর
রাজশাহীর দুর্গাপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ মামলায় নাদিম ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
রোববার (১০ মার্চ) দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুন্যাল আদালত-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই রায় দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর দুর্গাপুরে নাদিম ইসলাম এলাকার এক পান চাষির বাড়িতে টাকা আনতে যান। সেসময় বাড়িতে কেউ না থাকায় ওই পান চাষির ৭ বছরের শিশু কন্যাকে ঘরের ভিতর আটকে রেখে ধর্ষণ করে নাদিম। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে নাদিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।