নেত্রকোনা প্রতিনিধি
"সুস্থ দেহে সুন্দর মন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা সদর উপজেলার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের ৫৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১০ মার্চ) রবিবার বিকেলে নেত্রকোণা সদর উপজেলার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে স্কুল কর্তৃপক্ষ এ ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা -২ ( সদর- বারহাট্টা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল আলম ফারাস হীরা, মারুফ হাসান খান অভ্র, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য অধ্যাপক হুমায়ুন কবির
প্রমুখ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552