মো: রাজিবুল ইসলাম বাবু,
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার বেলা এগারোটার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল – দুর্গাপুর সড়কের দুর্গাপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেনঃ- মোছাঃ হোসনেয়ারা (৪০), স্বামী- আব্দুস সাত্তার, মোঃ ইমরান হোসেন (২৪) , মোঃ রাব্বি হাসান (১৫), উভয়ের পিতা- আব্দুল মমিন, সর্ব সাং- বনকুড়াইল ভবানীপাড়া।
নিহত ইমরান ও রাব্বি দুই ভাই।
ইমরান ও রাব্বির মা মোছাঃ পারভীন সহ ২ জন আহত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১১ টার দিকে বনকুড়াইল থেকে ইজি বাইক নিয়ে যাত্রী সহ দুর্গাপুর বাজারে প্রবেশ করতেই একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইক কে পিষ্ট করে এসময় ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়।
জানা যায়, বগুড়া জেলার রানীহাট বাজার হতে বামিহাল বাজারে দিকে জরুরী খাদ্য উৎপাদন কাজে নিয়োজিত বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃ কেবিসি এগ্রো প্রোডাক্ট প্রাইভেট লিঃ এর একটি ট্রাক যাহার নং ঢাকা মেট্রো -ট ২২-১১৬৫ গাড়ি টি আসার সময় ইজিবাইক কে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে ঘাতক ট্রাক টি বামিহাল বাজারে গেলে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করে।
জনাব, মোঃ আকতারুজ্জামান,
সহকারী পুলিশ সুপার, সিংড়া সার্কেল বিষয়টি নিশ্চিত করে জানান ট্রাক চালক, হেলপার সহ ট্রাকটি আটক করা হয়েছে ও নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে সিংড়া থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
Leave a Reply