মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
আগামিকাল ০৯ মার্চ ২০২৪ রোজ শনিবার শিবগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার আরো বলেন, নির্বাচনের সকল ধরণের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৯টি ওয়ার্ডে সার্বক্ষণিক নির্বাচন তদারকির দায়িত্বে থাকবে। এছাড়াও ২ প্লাটুন বিজিবি ও র্যাবের টহল, পুলিশ, আনছারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, শিবগঞ্জ পৌর সভার মোট ভোটার ১৯ হাজার ৪৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬৩০ জন ও নারী ভোটার ৯ হাজার ৮৪৩ জন। যা পুরুষ ভোটারের চেয়ে ২১৩ জন বেশি। এছাড়াও ৯টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ১১টি, ভোট কক্ষ ৫৫টি, অস্থায়ী ভোট কেন্দ্র ১০টি । ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।
Leave a Reply