নুরুল ইসলাম সেলিম, জেলা প্রতিনিধি কক্সবাজার:
রামু উপজেলা প্রশাসন ও মহিলা বিযয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রামু উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে সকাল ১০ঘটিকায় মহিলা বিযয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার নিরুপম মজুমদার প্রধান অতিথির বক্তব্যে বলেন - নারীরা আজ সমাজ ও দেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত। নারীদের আর অবহেলা করার কোন অবকাশ নেই। নারীদের প্রতি পুরুষদের দৃষ্টি ভঙ্গি আর আগের মত নেই। এখন সমঅধিকার এবং তাদের কে মর্যাদার আসনে অধিষ্ঠিত করার ফলে সমাজের চিত্র বদলে গেছে। তাই আগামীতে আরো বেশি নারীদের অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) আফসানা জেসমিন পপি, ভাইস চেয়ারম্যান মোঃ সালা উদ্দিন, যুব উন্নয়ন অফিসার নুরে আলম মজুমদার, রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী এসসিজি বিকশিত জীবন যুব সংগঠনের রামু - কক্সবাজারের উজ্জ্বল বড়ুয়া, বিকশিত যুব কল্যাণ সংগঠনের সভাপতি মোস্তফা কামাল, সাবেক সভাপতি আবুল মনছুরসহ হিজাড়া জনগোষ্ঠীর সদস্য বৃন্দ।
অনুষ্ঠানের আগে রামু উপজেলার বিভিন্ন এলাকায় শোভাযাত্রা করেন।
নুরুল ইসলাম সেলিম
জেলা প্রতিনিধি, কক্সবাজার।
৮/০৩/২৪
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552