January 22, 2025, 8:14 am

র‌্যাব-৫ এর অভিযানে দালাল চক্রের ১২ সদস্য গ্রেফতার ও প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ০১ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ৮, ২০২৪

সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরো চীফ রাজশাহী

র‌্যাব-৫ কর্তৃক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সক্রিয় দালাল চক্রের ১২ সদস্য গ্রেফতার এবং মহানগরীর বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ০১ লক্ষ টাকা জরিমানা করে।

০৭ মার্চ ২০২৪ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৩.০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ জন দালাল চক্রের সদস্যদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মোঃ জামাল হোসেন (৪০), পিতা-মৃত আব্দুর রহিম, গ্রাম-সিপাইপাড়া, থানা-রাজপাড়া‘কে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ সাবজাল হক (৫২), পিতা-মৃত ইব্রাহিম খলিল, গ্রাম-লক্ষীপুর, থানা-রাজপাড়াকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ মোতাসসিম @ রুপক (৩২), পিতা-রফিকুল ইসলাম, গ্রাম-বহরমপুর, থানা-রাজপাড়াকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ রনি শেখ (২৫), পিতা-মৃত আব্দুর রশিদ শেখ, গ্রাম-চাঁপাপুর, থানা-আদমদিঘী, জেলা-বগুড়াকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ সজল (৪২), পিতা-আবু বক্কর সিদ্দিক, গ্রাম-সিপাইপাড়া, থানা-রাজপাড়াকে ০৪ (চার) দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ শাহিন আলম পিয়াস (২৪), পিতা-আবুল কালাম আজাদ, গ্রাম-মুরগিডাঙ্গা, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ আব্দুল জলিল (৫৫), পিতা-মৈরুদ্দিন প্রামাণিক, গ্রাম-সিপাইপাড়া, থানা-রাজপাড়া‘কে ০৪ (চার) দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ রাজন আলী (৩৫), পিতা-নিমরোজ আলী, গ্রাম-হোসনীগঞ্জ, থানা-বোয়ালিয়া‘কে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ মুরসালিন (২৪), পিতা-মৃত লিটন, গ্রাম-কেশবপুর, থানা-রাজপাড়া‘কে ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড, আহমদ আলী (৩০), পিতা-মৃত হাবিবুর রহমান, গ্রাম-ডাঁশপুকুর, থানা-রাজপাড়া‘কে ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ রয়েল হোসেন অপু (৩২), পিতা-মোঃ সামসুদ্দিন, গ্রাম-কাঁঠালবাড়িয়া, থানা-কাশিয়াডাঙ্গা’কে ০৪ (চার) দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ সোহেল রানা (২৪), পিতা-আমিরুল ইসলাম, গ্রাম-আকেজীগঞ্জ, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁকে ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

আসামীগণ দীর্ঘদিন যাবত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসপাতালের আশ-পাশ এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের নিকট নিজেদেরকে হাসপাতালের এবং ডাক্তারদের কাছের লোক বলে পরিচয় প্রদান করে। রোগীদের উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে তাদের নিকট থেকে টাকা নেয়। রাজশাহী মেডিকেলে অল্প খরচে বিভিন্ন পরিক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে রোগীদের স্বজনদের নিকট হতে টাকা হাতিয়ে নিত এছাড়াও সরকারী এ্যাম্বুলেন্সে অল্প খরচে ভাড়া ঠিক করে দেওয়ার কথা বলেও রোগীদের স্বজনদের নিকট হতে বিভিন্ন অঙ্কের টাকা নেয়।সর্বোপরি রোগী এবং তার স্বজনরা বিভিন্ন ভাবে গ্রেফতারকৃত দালাল চক্রের সদস্যদের দ্বারা প্রতারিত হয়ে আসছে।

আসামীদের বিরুদ্ধে দন্ড বিধি- ১৮৬০ এর ১৮৮ ধারায় বিচার করতঃ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং আসামীদের রাজশাহী কারাগারে প্রেরণ করেন।

এছাড়াও অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল শেফা ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মোঃ ডাবলু, পিতা-মৃত আজাহার আলী, গ্রাম-কাজীহাটা, থানা-রাজপাড়া,‘কে ৫০,০০০/-টাকা অর্থদন্ড প্রদান করে, রাজশাহী কিডনী ডায়ালাইসিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মোঃ বাচ্চু রহমান, পিতা-মোঃ আঃ সামাদ, গ্রাম-হাজরাপাড়া, থানা-বাগমারা,কে ২০,০০০/-টাকা অর্থদন্ড প্রদান করে, মেডিকো ডায়াগনস্টিক সেন্টার এর মালিক উম্মে মনিরা, স্বামী-মোঃ আঃ হামিদ, গ্রাম মেহেরচন্ডী, থানা-চন্দ্রিমা, রাজশাহী মহানগরকে ৩০,০০০/-টাকা জরিমানা প্রদান এবং সানবিম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category