মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জের আলিয়ারহাট ডিইউএস ফাজিল ডিগ্রী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের পাশে ফটোকপির দোকানে ইংরেজি ১ম পত্র প্রশ্নের উত্তরপত্র ফটোকপি করে বিক্রির সময় আতিকুল ইসলাম (২৫) নামের এক ফটোকপি দোকানদারকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ দিনের কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আতিকুল শিবগঞ্জ উপজেলার সোনাদেউল এলাকার শাজাহান আলীর ছেলে।
রোববার দাখিল ইংরেজি ১ম পত্র চলাকালীন সময়ে আলিয়ারহাটে অবস্থিত ফটোকপির দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার।
এ সময় ঐ দোকান থেকে অনেকগুলো উত্তরপত্রের কপি জব্দ করা হয়।
জানা যায়, উপজেলার আলিয়ারহাটে ঐ ফটোকপির দোকানে দাখিল ইংরেজি ১ম পত্র পরীক্ষার উত্তরপত্র ফটোকপি করে বিক্রয় করা হচ্ছে এমন সংবাদ পেয়ে ঐ দোকানে অভিযান চালিয়ে উত্তরপত্র সহ তাকে হাতেনাতে আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার বলেন, সরকারী আদেশ অমান্য করায় দন্ডিবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় আতিকুল ইসলামকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552