মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক। রোববার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি মাসের ‘মাসিক অপরাধ সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠিত অপরাধ পর্যালোচনায় ভালো কাজের মূল্যায়ন হিসেবে মনোনীত হন তিনি।
অপরদিকে একই থানার এসআই মো. মিজানুর রহমান ও এএসআই মামুন ইবনে হেলাল জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। পরে বিকেলে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ তিন জনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হারুন-অর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বারহাট্টা সার্কেল সুমন কুমার দাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মো. আক্কাস আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ লুৎফুল হক বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক অত্র থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের সেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
তাছাড়া পুরষ্কার প্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। এ পুরস্কার প্রাপ্তিতে ভালো কাজের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552