October 8, 2024, 5:56 am

উলিপুরে রাস্তা নয় এ যেন মরণ ফাঁদ! সংস্কারের উদ্যোগ নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে একটি কালভার্ট ভেঙ্গে যাওয়ায় শত শত পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছে।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বেগমগঞ্জ ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের কয়েক শত মানুষের একমাত্র চলাচলের রাস্তার উপর একটি কালভার্ট দু’পার্শ্বে গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। স্থানীয় হুজুর আলী, নুরল হক, শামসুল হক, সোহরাব আলী, জহুর আলী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজে পার্শ্ববর্তী পশ্চিম বেগমগঞ্জ নুরানী কুরআন তালীমুল মাদরাসা ভোট কেন্দ্রে মালামাল ভারী যানবাহনে বহন করায় কালভার্টটির দু’পার্শ্বে ফাটল ধরে। পরে আসতে আসতে তা বিশাল গর্তে পরিণত হয়। দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে বিভিন্ন পেশা জীবী লোকজন ও যানবাহন নিয়ে ঝঁকিপূর্ণ ভাবে চলাচল করছে। এব্যাপারে বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নেয়া হবে। ইউপি সদস্য নজরুল ইসলামের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌল্লা বলেন- বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীরা কালভার্টটি সংস্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category