নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে পূর্ব বিরোধের জেরে স্কুল থেকে ফেরার পথে রোকন উদ্দিন (৫৬) নামে একজন শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রোকন উদ্দিন উপজেলার নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি নয়াপাড়া গ্রামে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.শফিকুজ্জামান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরআগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সহিলদেও নয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ ও শিক্ষক রোকন উদ্দিনের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার সহিলদেও গ্রামের হেলাল চৌধুরীর সাথে শিক্ষক রোকন উদ্দিনের নানা বিষয়ে পুরনো বিরোধ রয়েছে। এর জেরে বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে রোকন উদ্দিনকে লাঠিসোটা নিয়ে মারধর করতে এগিয়ে আসে হেলাল চৌধুরী ও তাঁর ছেলে হিমেল চৌধুরী। তখন উপস্থিত লোকজন তাঁদের থামায় এবং বিষয়টি মিমাংমা করে দেয়। কিন্তু পরিকল্পনা অনুযায়ী বিকেলে সহিলদেও নয়া বাজারে লোকজন নিয়ে ওৎ পেতে থাকে হেলাল চৌধুরী ও তাঁর ছেলে হিমেল চৌধুরী। বিকেল সাড়ে ৪ টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাজারে রোকন উদ্দিনের ওপর তারা হামলা চালায়। এ সময় রোকন উদ্দিনকে মারধর ও হেনস্থা করেন প্রতিপক্ষের লোকজন। পরে উপস্থিত লোকজন হামলাকারীদের থেকে শিক্ষক রোকন উদ্দিনকে উদ্ধার করেন।
এ ঘটনায় পরদিন তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করেন।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552