অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা ও নিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, নওগা জেলা শাখার আয়োজনে পৌরসভা গেট সংলগ্ন নৃত্য রং একাডেমি স্কুলে বিকাল ৪ টার সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হাসমত আলী সভাপতি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, নওগা জেলা। সঞ্চালনা করেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক লিজা সুলতান, সাংগঠনিক সাদেকুর রহমান বাঁধন, মোর্শেদা বেগম শিল্পী সভাপতি, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, নওগাঁ জেলা শাখা। হুসাইন মোঃ আনোয়ার পারভেজ জোহা পরিচালক, সালসাবিল ট্রেডার্স, নওগাঁ ও রাজশাহী, ঐক্য তান দলের সম্মনয়ক, মোসাদ্দেক হোসেন, আবৃত্তি পরিষদের রাব্বি হোসেন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka, Bangladesh.
Email: znewstv.bd@gmail.com
Copyright © 2025 Z News Tv. All rights reserved.