সৈয়দ মহাসিন হাবিব বিশেষ প্রতিনিধি কালিহাতীর পুগলি নূরানীয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি বাদ আসর হতে রাত বারোটা পর্যন্ত। অসংখ্য নারী পুরুষের উপস্থিতিতে। এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ মাহফিল ভদ্র মাদ্রাসার সভাপতি ও বাংলা ইউনিয়নের সকল দীর্ঘদিনের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্ব প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট আলেমে দ্বীন মুসাফিরের কুরআন। ঢাকাস্থ প্রশ্নের দালান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মাহমুদ জব্বার।।অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে।ঢাকাস্থ্য সাভার এলাকায় আশুলিয়া আল আকসা জামে মসজিদ এর খতিব। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। হযরত মাওলানা কবিরুজ্জামান লাবিব।, খালি হাতের খিলদিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব। বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন। উপজেলা হিসাবরক্ষণ অফিসের সিনিয়র অডিটর মোঃ আশরাফুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন। গ্রামীণ ব্যাংকে চেনার অফিসার মোঃ ইসমাইল হোসেন। মোঃ আব্দুল বারেক বিএসসি চকখিলদা। বিশিষ্ট প্রবাসী মোঃ শফিকুল ইসলাম পুলি। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম খুইল্লা। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম ধামুণ্ড। মোহাম্মদ কিসমত আলী হালদিয়া। মোঃ আব্দুর রাজ্জাক চখেলিয়া। মোহাম্মদ রাসেল। হুগলি মাহফিল পরিচালনায় ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা। আবু হুরাইয়া সিরাজী। ও ইমাম ও ক্ষতিপূরী বাইতুল হামদ জামে মসজিদের। মাওলানা জামাল উদ্দিন আল আজাদী। মহিলাদের জন্য পর্দার মাধ্যমে বসার সুব্যবস্থা। ও প্রজেক্টর এর মাধ্যমে ওয়াজ শুনা এবং। দেখার ব্যবস্থা থাকায়। অসংখ্য নারী। মার্বেল শেষ অবধি পর্যন্ত উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থার সহযোগিতায় ছিলেন এলাকাবাসী। আরজ গোজার করেন মাদ্রাসা পরিচালনা কমিটি।
Leave a Reply