বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম এ্যান্ড ইয়থ প্লাটফর্ম এর উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুণরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। ১৯ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি সচিব গৌতম পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার। বিদেশ ফেরত ও ক্ষতিগ্রস্থ অভিবাসীদের সচেতনতা বৃদ্ধির কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেন, দেবানন্দ মন্ডল এমআরএস কো-অর্ডিনেটর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বরিশাল, মোঃ দেলোয়ার হোসেন বাপ্পি প্রোগ্রাম অর্গানাইজার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আগৈলঝাড়া, ইমাম মাওলানা মোঃ আবু সালেহ আল আমিন, ইউপি সদস্য ১নং ওয়াড সঞ্জয় রায়, ২নং ওয়াড আনোয়ার ফকির ৩নং ওয়াড খোকন বেপারী, ৪নং ওয়াড হাবুল ঘরামী,৫নং ওয়াড ওলি ফকির, ৬নং ওয়াড রনজিত ভক্ত ৭নং ওয়াড প্রদীপ হালদার,
৮নং ওয়াড মিহির বিশ্বাস
৯নং ওয়াড রাশেদুল ইসলাম খায়ের, মহিলা মেম্বার ১ ২ ৩ আসা লতা, ৪ ৫ ৬ কাকলি, ৭ ৮ ৯ রুনুরানি সহ গন্য মান্য গন।
Leave a Reply