নিজস্ব প্রতিনিধি, রামু:
রামু উপজেলায় বাসা চুরি অন্যদিকে অফিস চলাকালীন জিপিএস কতৃক মেলা চলায় সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া।
রামু উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাট পন্য ও হস্তশিল্প মেলা ১০ ফেব্রুয়ারি থেকে ০৫ মার্চ ২০২৪ ইংরেজী পর্যন্ত কক্সবাজার মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা এবং ডেভেলপমেন্ট পেট্রোনাইজিং সোসাইটি (জিপিএস) এর উদ্যোগে মেলা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
মেলা টি উপজেলা প্রাঙ্গণে শুরু হয় এলাকার মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারি প্রতিষ্ঠানের সামনে অফিস চলাকালীন একটি মেলা কতটুকু যুক্তিসঙ্গত। সরকারি বিভিন্ন দপ্তরের অফিস চলাকালীন মেলা বিভিন্ন ধরনের গানবাজনা সহ বিভিন্ন নাগরদোলা দিয়ে ছোট কোমলমতি শিশুদের কাছ হতে প্রদর্শনীর নামে চাঁদা আদায় চোখের পড়ার মত। মেলাতে ঘিরে রামু উপজেলার আবাসিক এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রামু উত্তর ফতেখাঁরকুল প্রাথমিক বিদ্যালয় লাভলী প্রভা বড়ুয়া স্বামী প্রসেনজিৎ বড়ুয়া কে নিয়ে দীর্ঘদিন যাবত উপজেলায় থাকেন। ১৩ ই ফেব্রুয়ারি দিনে দুপুরে তাদের বাসার তালা ভেঙ্গে নগদ ৭৫ হাজার টাকা সহ প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে জানান লাভলী প্রভা বড়ুয়া।
জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এতদিন উপজেলার অফিস ও আবাসিক গুলো অত্যান্ত নিরাপদ জায়গায় হঠাৎ চুরি হওয়ার কারন কি? তাই প্রশাসনের উদ্যোগে রামু উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিষয়টি নিরাপদ আশ্রয়ে রাখতে দ্রত ব্যবস্হা নেওয়া প্রয়োজন। া
অন্যদিকে অফিস চলাকালীন মেলা বন্ধ কল্পে কঠোর পদক্ষেপ সহ অন্যত্র মেলা সরিয়ে নেওয়া প্রয়োজন বলে সচেতন জনগন কতৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন।
১৩/২/২৪
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552