শেখ ফরিদ,স্টাফ রিপোটার:
বগুড়ার নন্দীগ্রামে সরকারি আশ্রয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত জায়গায় জোরপূর্বক স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পে। এই ঘটনায় আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মির্জাপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে আব্দুল বারিক বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, মির্জাপুর গ্রামের সরকারি আশ্রয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১নং খতিয়ানের অন্তর্ভুক্ত ৭৯ নং দাগের সরকারি জায়গাটির উপর জোর পূর্বক বাড়ির বেলকুনি নির্মান করছিলেন মির্জাপুর গ্রামের মৃত মুমিন প্রামানিকের ছেলে শামছু প্রামানিক। বাদী আব্দুল বারিক সরকারি জায়গায় উপর বেলকুনি নির্মানে নিষেধ করলে অভিযুক্ত শামছু প্রামানিক বাদী আব্দুল বারিককে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর সহ হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদান করে। পরে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের সাথে আলোচনা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
উক্ত বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র সরকারি মোবাইল নাম্বারে বার বার যোগাযোগ করা হলে তা ব্যস্ত দেখায়।
Leave a Reply