মোঃ খান সোহেল,
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় দক্ষ যুব গড়ে তুলতে যুব ফোরাম সক্রিয়করণ ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় আস্থা প্রকল্পের আওতায় বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার বিআরডিবি হলরুমে পূর্বধলা উপজেলা যুব ফোরাম কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।
যুব ফোরামের আহবায়ক মো. সানাউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মালেক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তাফা, আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর সাবিনা ইয়াসমিন, যুব ফোরামের
যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ।
প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka, Bangladesh.
Email: znewstv.bd@gmail.com
Copyright © 2025 Z News Tv. All rights reserved.