নেত্রকোনা প্রতিনিধি।
শহীদ ক্যাডেট একাডেমি, নেত্রকোনা শাখা কতৃক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৩রা ফেব্রুয়ারি নেত্রকোনা জেলা প্রেসক্লাব নিলনায়তনে অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার জনাব,আব্দুল আজিজ এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক
জনাব, আলহাজ্ব শহীদুল আলম শহীদ। অনুষ্ঠানে তিনি নির্দেশনা মূলক বক্তব্য রাখেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্যসচিব, অ্যাডভোকেট হাবিবুর রহমান। নেত্রকোনা নারী ও শিশু ট্রাইব্যুনালে পিপি রাসেল আহমেদ খান। নেত্রকোনা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক এড,খানে আলম খান। শহীদ ক্যাডেট একাডেমীর নেত্রকোনা জেলা শাখার পরিচালক তালুকদার মিলটন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মেধাবী ছাত্র ছাত্রীদের মেধাবৃত্তি ও পুরস্কৃত করা হয়েছে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552