সৈয়দ মহাসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন উত্তর বেতডোবা জয়কালী ও নাট মন্দিরের শ্রী অঙ্গনের উদ্যোগে বিশ্ব শান্তি কল্পে ৪৪তম বার্ষিক ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধায় উত্তর বেতডোবা জয়কালী ও নাট মন্দিরের শ্রী অঙ্গনের সরোজমিনে দেখা যায় অজয় কুমার দে লিটনের সভাপতিত্বে ৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন নীলা কীর্তন চলছে। সভাপতি বলেন, বিশ্ব আজ কালীযুগে মানুষ ধর্মের অকৃত বাক্য ভুলে গিয়ে পরিত্রানহীন অশান্তির দাবানলের তপ্ত। অর্থ, বৃত্ত আর লোভের তুচ্ছ মোহে আবদ্ধ হয়ে মানুষ সত্য, সুন্দরের পথ খুঁজে পাচ্ছে না। তাই পরম পুরুষ শ্রীকৃষ্ণের কৃপা এবং চরণ লাভের আকাঙ্ক্ষায় যুগ ধর্মের প্রবর্তক পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত ভাগবত তত্ত্ব সমৃদ্ধ প্রেম ভক্তি রসে আপ্রুত হওয়ার মানষে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন এর আয়োজন।
শুধু বৃহস্পতিবার ২৫ কেজির বস্তার বিশ বস্তা চাউল সেবার কাজে ব্যয় হয়েছে । উক্ত কমিটির সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র পাল। কোষাধ্যক্ষ রাধা রাম পাল। কমিটির অন্যান্যদের মধ্যে গোকুল কীর্তণ চন্দ্র পাল, রণা কান্ত পাল,সুরেশ চন্দ্র পাল এ অনুষ্ঠানের যথেষ্ট ভূমিকা রেখেছেন।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka, Bangladesh.
Email: znewstv.bd@gmail.com
Copyright © 2025 Z News Tv. All rights reserved.