ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কালিহাতীর কদিম খুশিলা ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১৯২৪ বার পড়া হয়েছে

সৈয়দ মহাসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন কদিম খুশিলা এবং সোমজানি গ্রামের উদ্যোগে বিশ্ব শান্তি কল্পে
পঞ্চম বার্ষিক ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত। বুধবার (২১ জানুয়ারি) সন্ধায় কদিম খুশিলা কালী মন্দির অঙ্গনে সরোজমিনে দেখা যায় রতন চন্দ্র ঘোষের সভাপতিত্বে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান চলছে। সভাপতি বলেন, বিশ্ব আজ কালীযুগে মানুষ ধর্মের অকৃত বাক্য ভুলে গিয়ে পরিত্রানহীন অশান্তির দাবানলের তপ্ত। অর্থ, বৃত্ত আর লোভের তুচ্ছ মোহে আবদ্ধ হয়ে মানুষ সত্য, সুন্দরের পথ খুঁজে পাচ্ছে না। তাই পরম পুরুষ শ্রীকৃষ্ণের কৃপা এবং চরণ লাভের আকাঙ্ক্ষায় যুগ ধর্মের প্রবর্তক পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত ভাগবত তত্ত্ব সমৃদ্ধ প্রেম ভক্তি রসে আপ্রুত হওয়ার মানষে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন এর আয়োজন।

এ যাবত প্রায় ৪০ হাজার লোক সেবা গ্রহণ করেছেন। শুধু বুধবারেই ২৫ কেজির বস্তার বিশ বস্তা চাউল সেবার কাজে ব‍্যয় হয়েছে । উক্ত কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ চন্দ্রশীল। কোষাধ্যক্ষ বাবু লাল সূর্য ধর। কমিটির অন‍্যান‍্যদের মধ‍্যে গোকুল চন্দ্র ঘোষ, মনিন্দ্র চন্দ্র ঘোষ, অতুলচন্দ্র ঘোষ, শিবু সূত্রধর, নিতাই চন্দ্র ঘোষ, আনন্দ চন্দ্র শীল ঔ বিপুল বিশ্বাস এ অনুষ্ঠানের যথেষ্ট ভূমিকা রেখেছেন। ভান্ডারখানার সাবেক মালিক শ্রী কালীপদ ঘোষের জন্য সকলের শোকাবহ পোস্টার দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালিহাতীর কদিম খুশিলা ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

সৈয়দ মহাসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন কদিম খুশিলা এবং সোমজানি গ্রামের উদ্যোগে বিশ্ব শান্তি কল্পে
পঞ্চম বার্ষিক ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত। বুধবার (২১ জানুয়ারি) সন্ধায় কদিম খুশিলা কালী মন্দির অঙ্গনে সরোজমিনে দেখা যায় রতন চন্দ্র ঘোষের সভাপতিত্বে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান চলছে। সভাপতি বলেন, বিশ্ব আজ কালীযুগে মানুষ ধর্মের অকৃত বাক্য ভুলে গিয়ে পরিত্রানহীন অশান্তির দাবানলের তপ্ত। অর্থ, বৃত্ত আর লোভের তুচ্ছ মোহে আবদ্ধ হয়ে মানুষ সত্য, সুন্দরের পথ খুঁজে পাচ্ছে না। তাই পরম পুরুষ শ্রীকৃষ্ণের কৃপা এবং চরণ লাভের আকাঙ্ক্ষায় যুগ ধর্মের প্রবর্তক পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত ভাগবত তত্ত্ব সমৃদ্ধ প্রেম ভক্তি রসে আপ্রুত হওয়ার মানষে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন এর আয়োজন।

এ যাবত প্রায় ৪০ হাজার লোক সেবা গ্রহণ করেছেন। শুধু বুধবারেই ২৫ কেজির বস্তার বিশ বস্তা চাউল সেবার কাজে ব‍্যয় হয়েছে । উক্ত কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ চন্দ্রশীল। কোষাধ্যক্ষ বাবু লাল সূর্য ধর। কমিটির অন‍্যান‍্যদের মধ‍্যে গোকুল চন্দ্র ঘোষ, মনিন্দ্র চন্দ্র ঘোষ, অতুলচন্দ্র ঘোষ, শিবু সূত্রধর, নিতাই চন্দ্র ঘোষ, আনন্দ চন্দ্র শীল ঔ বিপুল বিশ্বাস এ অনুষ্ঠানের যথেষ্ট ভূমিকা রেখেছেন। ভান্ডারখানার সাবেক মালিক শ্রী কালীপদ ঘোষের জন্য সকলের শোকাবহ পোস্টার দেখা যায়।