জয়পুরহাটের আক্কেলপুর শিয়ালাপাড়ায় র্যাবের অভিযানে ২০৮০ লিটার বাংলা মদ ০৩ জন মাদক কারবারী গ্রেফতার
সিহাবুল আলম সম্রাট,
বিভাগীয় ব্যুরো চীফ রাজশাহী:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-৩,
জয়পুরহাটের আক্কেলপুর থানাধীন পশ্চিম শিয়ালাপাড়া এলাকা হতে পৃথক দুটি অভিযানে ২০৮০ লিটার বাংলা মদসহ ০৩ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র্যাব-৫।
জয়পুরহাটের র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ২৯ জানুয়ারি ২০২৪ ইং তারিখ জয়পুরহাট জেলার আাক্কেলপুর থানাধীন পশ্চিম শিয়ালাপাড়া এলাকা হতে পৃথক দুটি অভিযানে ২০৮০ লিটার বাংলা মদসহ মাদক ব্যবসায়ী শ্রী লোকাই পাহান (৪০), শ্রী ভীম পাহান (৩৫), উভয়ের পিতা-মৃত জোহন পাহান, শ্রী শ্যামল পাহান (৪০), পিতা-মৃত মোহন লাল পাহান, সকলের গ্রাম:পশ্চিম শিয়ালাপাড়া, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করে।
লোকাই পাহান, ভীম পাহান ও শ্যামল পাহান দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন পশ্চিম শিয়ালাপাড়া এলাকায় নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়িতে বিপুল পরিমান বাংলা মদ মজুদ অবস্থায় আটক করতে সক্ষম হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় হস্তান্তর করেছে।
Leave a Reply