মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনধিঃ
৭ম জাতীয় কাউন্সিল বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটিতে স্থান পেল শিবগঞ্জের তরুণ সাংবাদিক রবি ও সাজু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ৭ম জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কমিটিতে নির্বাহী সদস্য পদে স্থান পেল দৈনিক জয়যুগান্তর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দৈনিক মুক্ত সকাল শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সাজু মিয়া। মঙ্গলবার বিকালে ভার্চ্যুয়াল সভায় বিএমএসএফ ট্রাস্টি বোর্ড ও সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান আহমেদ আবু জাফর ৭ম জাতীয় কাউন্সিলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।
প্রসঙ্গতঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) একটি সাংবাদিক বান্ধব সংগঠন। বিএমএসএফ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে যেভাবে কাজ করে তেমনি সাংবাদিকদের দাবি,অধিকার এবং মর্যাদা রক্ষায় কাজ করছে। যেখানে সাংবাদিক নির্যাতন সেখানেই বিএমএসএফ প্রতিবাদ করে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552