মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭জন।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে নেত্রকোনা- কলমাকান্দা সড়কের কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ডুবিয়ারকোনা নামক স্থানে এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে এক নারী নিহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহত নারীর নাম বেবী আক্তার (২২) সে কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের মনতলা গ্রামের মারুফ বিশ্বাসের সহধর্মিনী
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১ টায় কলমাকান্দা থেকে একটি সিএনজি নেত্রকোনা যাচ্ছিল ও নেত্রকোনা থেকে একটি সিএনজি আসছিল যাত্রীবাহী দুটি সিএনজি ডুবিয়ারকোনা এলাকায় পৌঁছালে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ ৭ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর স্থানীয়রা এসে আহতের উদ্ধার করেন। খবর পেয়ে স্থানীয়রা ও কলমাকান্দা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত এবং আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফুল হক জানান, খবর পেয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে । পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply