নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় নৌ পুলিশের মাসিক অপরাধ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।নৌ পুলিশের সম্মানিত ডিআইজি জনাব মো:মিজানুর রহমান,পিপিএম(বার) এর সভাপতিত্বে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি বৃন্দ, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ও১১ টি অঞ্চলের পুলিশ সুপার বৃন্দ সহ সকল পর্যায়ের পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
নৌ পুলিশের সম্মানিত ডি আইজি মহোদয় নৌ পুলিশের ১১টি অঞ্চলের বিভিন্ন অপরাধ পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন," নৌ পথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশকে আরো তৎপর হবে। নৌ পুলিশ কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে এবং এ ধারা অব্যাহত রাখতে হবে ।"
তিনি চলমান কোম্বিং অপারেশনে নৌ পুলিশকে আরো দক্ষ ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য অনুরোধ জানান।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552