জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব্) এর সহযোগিতায় ২৭ জানুয়ারি (শনিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সোনার বাংলা রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান পবারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের পীরগঞ্জ শাখার চেয়ারম্যান ওমর ফারুখ, বালিয়াডাঙ্গী শাখার চেয়ারম্যান আফজাল হোসেন, রাণীশংকৈল শাখার চেয়ারম্যান আব্দুস সালাম । সভায় সংগঠনের প্রায় তিন শতাধিক সদস্য অংশ নেন।
সভা শেষে সংগঠনের সদস্যদের সন্তানদের মধ্যে যারা সকল বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদের সম্মাননা স্মারক ও অর্থ প্রদান করা হয়।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552