অন্যজনকে দিয়ে প্রাইমারি লিখিত পরীক্ষায় পাস মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা ২জন চাকরিপ্রার্থী
জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অন্যজনকে দিয়ে পাস করে মৌখিক পরীক্ষা দিতে এসে মনোরঞ্জন চন্দ্র রায় (২৮) নামে এক চাকরিপ্রার্থী আটক হয়েছেন।
২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে এলে মনোরঞ্জনের হাতের লেখার সঙ্গে খাতার লেখা মেলানোর পর এই জালিয়াতি ধরা পড়ে। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে নিয়োগ বোর্ডের সদস্যরা।
আটক মনোরঞ্জন পীরগঞ্জ উপজেলার বাসুন্ডি গ্রামের মৃত দিনেশ চন্দ্র রায়ের ছেলে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ বোর্ডের সদস্য খন্দকার মুনছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখায় গড়মিল দেখা দেয়। এরপর জিজ্ঞাসাবাদে তার হয়ে আরেকজন পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন তিনি ।
ঠাকুরগাঁও সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মনোরঞ্জন চন্দ্র রায় নামে একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ক্ষিতিস চন্দ্র রায় বাদী হয়ে মামলা করেছেন।
একই অভিযোগে এর আগের দিন বুধবার প্রক্সি জালিয়াতিতে ধরা পড়েন মোছা. রোজি আক্তার (২৭)নামে আরেক চাকরি প্রার্থী। তিনি হরিপুর উপজেলার মেদনিসাগর গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী। তার বিরুদ্ধেও মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka, Bangladesh.
Email: znewstv.bd@gmail.com
Copyright © 2025 Z News Tv. All rights reserved.