বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ১শ পিচ ইয়াবাসহ ডিবি পুলিশের অভিযানে গ্রেতার হয়েছে মাদক ব্যবসায়ি মাসুম সরদার। এ ঘটনায় ডিবি’র মামলায় গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জহিরুল ইসলাম সাংবাদিক বি এম মনির হোসেনকে বলেন, বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বুধবার রাতে দক্ষিণ গৈলা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে মাদক ব্যবসায়ি মাসুম সরদারকে ১শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় বুধবার রাতেই ডিবি’র এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিউদ্দিন জানান, ওই মামলায় বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি মাসুম সরদারকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552