মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আনারুল ইসলাম (৫৫) নামের এক কৃষককে মারপিটের ঘটনা ঘটেছে। টি এম এস এস হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের পুত্র ইউসুফ আলী বাদী হয়ে ঐ দিন (২২ জানুয়ারি) সোমবার শিবগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানা পুলিশ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, আবু বক্কর সিদ্দিক এর স্ত্রী রহিমা বেগম (৪৮) ও মাসুম এর স্ত্রী রুমা বেগম (২৪)।
শিবগঞ্জ থানায় মামলার তদন্তকারী উপপরিদর্শক (এসআই) আইনুল হক বলেন, নিহত কৃষক আনারুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের হুদাবালা গ্রামের মৃত তুফান প্রামানিকের পুত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হুদাবালা গ্রামে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ওই এলাকার গ্রাম পুলিশ আবু বক্কর সিদ্দিক তার পুত্র আব্দুর রহিম ও করিম উদ্দিন এর নেতৃত্বে ১০/১৫জনের একটি দল সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে আনারুলের বাড়ীতে (২২ জানুয়ারী) সোমবার সকালে হামলা চালায়। এতে আনারুল ইসলাম বাঁধা প্রদান করলে তাকে বেধরক মারপিট করে। এসময় আনারুলকে বাঁচাতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তারা আনারুলের পরিবারের আরও ৫ জনকে মারপিটে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে। এসময় এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলে (২৪ জানুয়ারী) বুধবার সকাল ৭টায় আনারুলের মৃত্যু হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, নিহত আনারুল ইসলামের মরদেহ সুরুতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এঘটনায় নিহতের পুত্র বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ২ নারীকে থানায় নেওয়া হয়েছে। অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে৷
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552