সৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন বাগুটিয়াস্থ কেন্দ্রীয় সাধুর সংঘের নবম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ উপলক্ষ্যে তিন দিন ব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার তৃতীয় দিনে কালিহাতীর বাগুটিয়াস্থ কেন্দ্রীয় সাধুর সংঘ তথা বাগুটিয়া
ধন্য হল মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) মো. কায়ছারুল ইসলাম ও কালিহাতীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাত হুসেইন এর উপস্থিতিতে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৭•৪৫ বাগুটিয়াস্থ খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি বাবু হরিমোহন পালের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও বাগুটিয়াস্থ রাবেয়া রহমাতুল্লাহ বৃদ্ধাশ্রম এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। প্রধান আলোচক কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হুসেইন, বিশেষ অতিথি কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) মো. সিফাত বিন সাদেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধিশ্রমের কোষাধ্যক্ষ মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক ফাতেমা নওরীন মেরী, দপ্তর সম্পাদক টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ এম এস এস-বিএড, বাংড়া ইউপি সদস্য ও বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মোখলেসুর রহমান। উপস্থিত দেশ বরেন্দ্র শিল্পীদের মধ্যে অন্যতম বাউল সম্রাট শফি মন্ডল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির লালন গবেষক সরদার হীরক রাজা, শিল্পী সাইদুল আলম রুবেল, কেন্দ্রীয় সাধু সংঘের সাংস্কৃতিক জোটের সভাপতি আল কামাল রতন সাংবাদিকবৃন্দ প্রমূখ। সম্মিলিত গান গাইলেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও বাগুটিয়াস্থ রাবেয়া রহমাতুল্লাহ বৃদ্ধাশ্রম এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বাউল সম্রাট শফি মন্ডল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির লালন গবেষক সরদার হীরক রাজা, শিল্পী সাইদুল আলম রুবেল, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হুসেইন, বিশেষ অতিথি কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) মো. সিফাত বিন সাদেক ও কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম পরিবেশন করার অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। গৈ-গেরামে বরেণ্য শিল্পী ও ব্যক্তিত্বের উপস্থিতিতে ধন্য হল কেন্দ্রীয় সাধু সংঘ, ধন্য হল বাগুটিয়া তথা সমগ্র কালিহাতী।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552