…১মাসের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প ⚽…
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর ক্রীড়া পরিদপ্তর এর ব্যবস্হাপনায় জেলা ক্রীড়া অফিস নীলফামারীর আয়োজনে কিশোর গঞ্জ উপজেলার কিশোর গঞ্জ সরকারি কলেজ মাঠে (অ-১৫)বছর বালকদের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম এম আশিক রেজা, উপজেলা নিবাহী অফিসার, কিশোরগঞ্জ,নীলফামারী।জনাব মো: সুমন শাহ,সাধারণ সম্পাদক,উপজেলা ক্রীড়া সংস্থা কিশোরগঞ্জ,
নীলফামারী। ফুটবল কোচ জিতেন রায়,
ধারাভাষ্যকার এমএ মতিন,সভাপতিত্ব করেন জনাব মোঃ আবুল হাসেম, জেলা ক্রীড়া অফিসার, নীলফামারী। মাসব্যাপী এই ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পে উপজেলার ৩০ জন বালক অংশ গ্রহণ করে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552