মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নেত্রকোনা শহরের সাতপাই এলাকা থেকে মো. নাজিম উদ্দিন (৩৩) নামে এক যুবককে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার হাতে থাকা ব্যাগে দুই কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পুলিশের দাবি- নাজিম একজন মাদক কারবারি।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার (২২ জানুয়ারি) রাতে শহরের সাতপাই এলাকায় কেডিসির গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজিম শহরের সাতপাই রেল কলোনি এলাকার হাশেম খার ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে সাতপাই এলাকায় কেডিসির গেটের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় শপিং ব্যাগ হাতে নিয়ে দ্রুত গতিতে চেকপোস্ট এলাকা ত্যাগ করার চেষ্টা করে নাজিম। বিষয়টি সন্দেহ হওয়ায় পুলিশ তাকে থামার সংকেত দেয়। এসময় দৌড়ে পালানোর চেষ্টা করে নাজিম। কিন্তু পুলিশ তাকে দৌড়ে ধরে। পরে ব্যাগ তল্লাশি করে দুই কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
ওসি আবুল কালাম বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552