মহসিন মুন্সী, ব্যুরো চীফ, ফরিদপুর।
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সাধারন সভা মঙ্গলবার রাতে সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মাহবুব হোসেন পিয়াল।
সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির।
সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগামী দুই বছরের জন্য মাহবুব হোসেন পিয়াল ( দৈনিক বাংলা ) কে সভাপতি ও মনিরুজ্জামান মনির (আনন্দ টিভি) কে সাধারন সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার কার্য নির্বাহী কমিটি গঠন করা হয় ।
কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি মহসিন মুন্সী (দর্পন টিভি), সহ-সভাপতি হারুন আনসারী ( বাংলা ভিশন), সহ-সভাপতি সঞ্জিব দাস (এনটিভি), সহ-সভাপতি, যুগ্ন-সম্পাদক জিল্লুর রহমান রাসেল (দি ডেইলি ট্রাইবুনাল), অর্থ-সম্পাদক শ্রাবন হাসান ( আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ ( বাংলা নিউজ ২৪.কম), প্রচার সম্পাদক বিজয় পোদ্দার ( ভোরের রানার), সাংস্কৃতিক সম্পাদক,নিরঞ্জন মিত্র (নাগরিক সংবাদ) দপ্তর সম্পাদক, মোঃ রবিউল হাসান (রাজিব) ( মুক্ত খবর), মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিমা ( তৃতীয়মাত্রা), সহ-মহিলা বিষয়ক সম্পাদক খালেদা ইয়াসমিন লিপি( মাতৃকন্ঠ) , আলোকচিত্রী সম্পাদক আব্দুল মঈন (জনবানী), ক্রীড়া সম্পাদক মানিক কুমার দাস (সময়ের প্রত্যাশা), কার্য-নির্বাহী সদস্য মশিউর রহমান খোকন(ভোরের কাগজ), রুহল আমিন খান (বৈশাখ নিউজ), কামরুল আহসান জুয়েল ( ভোরের পাতা), জাহিদুল ইসলাম (কানাইপুর বার্তা), রাশেদুল হাসান কাজল (সমকাল), জাকিব আহমেদ ( জবাবদিহি), প্রকৌশলী রুবেল হোসেন (ফতেহাবাদ), জাকির হোসেন ( নওরোজ), আবু নাসির আলম ( ফতেহাবাদ), আকাশ দাশ (একদিনের খবর), তামিম ইসলাম বৈশাখী টিভি, তাওহিদুল ইসলাম বঙ্গটিভি, রুবেল চ্যানেল ২৪ ক্যামেরা পার্সন।
আলোচনায় সংগঠনের সদস্যদের সপরিবারে বনভোজন এর সিদ্ধান্ত হয়। আগামী ফেব্রুয়ারির ৯ তারিখ শুক্রবার পটুয়া এস এম সুলতান এর ডেরায় বনভোজন নির্ধারণ করা হয়।
এছাড়াও আগামীতে প্রতি দু'মাসে অন্তত একটি করে অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত হয়।
সকলেই আশাবাদ প্রকাশ করেন যে আগামীতে এই সংগঠনের মাধ্যমে সাংবাদিক সমাজের জন্য ভালো কিছু করতে পারা যাবে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552