শেখ ফরিদ স্টাফ রিপোটার
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদিঘী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে এডহক কমিটির সভাপতি সাজেদুল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন। আরও বক্তব্য দেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মো. কুদ্দুস হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র মহন্ত, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওয়াহাব, রুমা আকতার, আলমগীর খান, আব্দুল হাকিম, মাসুদ রানা, আব্দুল হামিদ, নিখিল চন্দ্র দেবনাথ, রোখসানা খাতুন, সেলিম জাহাঙ্গীর প্রমুখ। এসময় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। নিমাইদিঘী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৪ সালের ২৩জন শিক্ষার্থীদের বিদায় ও ম্যানেজিং কমিটির নবনির্বাচিতদের সংবর্ধনা প্রদান করা হয়।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552