মোঃ আকাশ ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি,দুর্গাপুর
উরত্তরের হিমেল হাওয়ায় রাজশাহীতে শীতের প্রকোপ বাড়ছ। এরফলে রাজশাহীর মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ রোববার সকাল ৯টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ৯৭ শতাংশ। যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত এ তাপমাত্রা রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে রেকর্ড করা হয়েছে।
গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত পরশু শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তাপমাত্রা কমায় রাজশাহী জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ ও আগামীকাল বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল। আর প্রাথমিক পর্যায়ের রাজশাহী জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাঠদান আজ বন্ধ রয়েছে, তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে।
আর রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষেরা পড়েছেন চরম বিপাকে। সড়কগুলোতে যানবাহনগুলো দূর্ঘটনা এড়াতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। শীত নিবারণ করতে অনেককে খুড়কুটো জ্বালিয়ে রাখতে দেখা যায়।
Leave a Reply