মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ স্যারের নির্দেশে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে অত্র থানায় ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মোহাম্মদ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নেত্রকোনা মডেল থানার জিডি নং-১১৩৫, তারিখ- ২১/০১/২০২৪ইং মূলে নেত্রকোনা পৌরসভাধীন রাজুর বাজার এলাকায় চেকপোস্ট ডিউটি করেন। চেক পোস্ট ডিউটি করা কালে একটি অটো গাড়ীকে সিগন্যাল দিলে অটোচালক রাস্তায় অটো রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন অটোচালক পুলিশ ও জনতার উপস্থিতিতে রাজুর বাজার মোড় সংলগ্ন খালের পানিতে লাফ দেয়। তখন পুলিশ স্থানীয় জনতার সহায়তায় অটোচালককে গ্রেফতার করে। ধৃত অটোচালককে জিজ্ঞাসাবাদে তার নাম ঠিকানা মোঃ আবুল বাশার জয় কাজী (২২), পিতা- মোঃ ইলিয়াস কাজী, সাং- শিবরামপুর মাদারডাঙ্গী, থানা ও জেলা- ফরিদপুর, বর্তমান ঠিকানা- সাং- লালকুঠি বসু পাড়া (জামাল সাহেবের বাড়ির পূর্বপাশে), থানা- দারুস সালাম, ডিএমপি, ঢাকা বলে প্রকাশ করে। সে জানায় যে, সে অদ্য ২১/০১/২০২৪ইং তারিখ দুপুর অনমান ১২.৩০ ঘটিকার দিকে ময়মসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে কৌশলে একজন অটো চালককে নেশাজাতীয় ঔষধ খাইয়ে তাকে অজ্ঞান করে অটো নিয়ে নেত্রকোনা চলে আসে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে অটোগাড়ীটি ও আটককৃত ব্যাক্তির নিকট থেকে নেশাজাতীয় ঔষধ জব্দ করা হয়। খালের পানিতে লাফ দিয়ে আটককৃত চোর সামান্য আহত হইলে তাকে আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনায় নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহণের লক্ষ্যে অত্র থানা হাজতে রাখা হয়। আটককৃত মোঃ আবুল বাশার জয় কাজী (২২) উক্ত ঘটনার বিষয়ে দেওয়া তথ্য মতে ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানায় যোগাযোগ করা হইলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে ইশ্বরগঞ্জ থানায় বাদীর আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যারস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply