সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি :
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন কেন্দ্রীয় সাধু সংঘের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার প্রথম দিন অত্যন্ত সফলভাবে সাঁইজির গানে মঞ্চ কাঁপালেন সুভাষ ক্ষাপা। রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কালিহাতীর খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় সাধু সংঘের পাঠাগার কমিটির সভাপতি মোঃ শাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি বর্ষিয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজহারুল ইসলাম তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাদা মনের মানুষ নামে খ্যাত মোঃ আনসার আলী বিকম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, সল্লা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মোখলেছুর রহমান, অসংখ্য সাধু, সাংবাদিক প্রমূখ । এ দিনে মূল আকর্ষণ লালন মেলার বরেন্দ্র শিল্পী সুভাষ খ্যাপা। তার মনঃমুগ্ধকর গান শোনার জন্য কনকনে শীতের রজনীতে দূর দূরান্ত হতে আগত সংগীত প্রেমী অসংখ্য নারী-পুরুষ, বয়ঃবৃদ্ধ, শিশু, যুবক, যুবতী, কিশোর, কিশোরী গভীর রাত অবধি অবস্থান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধু সংঘের পাঠাগার কমিটির সাধারণ সম্পাদক কমল সাহা। সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ শাহ আলম বলেন, সাধু সংঘের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাধু সম্মেলন ও লালন মেলার ৩দিন ব্যাপী অনুষ্ঠানের আরো দু'দিন আগামী ২২ ও ২৩ জানুয়ারি আকর্ষণীয় শিল্পী ও ব্যক্তিত্ব যেমন বাউল সম্রাট শফি মন্ডল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর লালন গবেষক সরদার হীরক রাজা, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সভাপতি মোঃ শহিদুল ইসলামসহ আরো উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka, Bangladesh.
Email: znewstv.bd@gmail.com
Copyright © 2025 Z News Tv. All rights reserved.