নিজস্ব প্রতিবেদক:
নৌ পুলিশের সম্মানিত ডি আইজি জনাব মোঃ মিজানুর রহমান, পিপিএম(বার) গত ১৮ .০১.২০২৪ তারিখে রামপাল, বাগেরহাটে নৌ পুলিশের ট্রেনিং এর জন্য নব নির্মিত একাডেমী ভবন , অফিসার্স মেস এবং অবস্টাকল সমূহ পরিদর্শন করেন।এসময় পুলিশ সুপার(স্টেট এন্ড ডেভেলপমেন্ট),নৌ পুলিশ হেডকোয়ার্টার্স,পুলিশ সুপার, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), খুলনা অঞ্চল, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রেনিং,লিগ্যাল এন্ড মিডিয়া),পানি উন্নয়ন বোর্ড ও গণপূর্ত বিভাগের প্রতিনিধি সহ সন্ন্যাসী নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
নৌ পুলিশের সম্মানিত ডিআইজি বৃন্দ নৌ পুলিশের ট্রেনিং এর জন্য নির্মিত একাডেমিক ভবন ও অফিসার্স মেস ট্রেনিং এর উপযোগী করার জন্য দ্রুত পানির ব্যবস্থা, জানালায় গ্লাস ফিটিং, বৈদ্যুতিক সংযোগ প্রদান সহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।তিনি প্রশিক্ষনের জন্য নির্মিত অবস্টাকল সমূহ এবং ফায়ারিং রেঞ্জ পরিদর্শন করেন।
তিনি বলেন,” নৌ পুলিশের সদস্যদের আরো দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য ট্রেনিং এর কোন বিকল্প নেই।চারপাশে নদী ঘেরা চমৎকার সুন্দর এই পরিবেশে নদীতে সংগঠিত বিভিন্ন অপরাধ দমনে এই ট্রেনিং গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।“
তিনি দ্রুত কাজ সম্পন্ন করে একাডেমী ভবন প্রশিক্ষন উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka,Bangladesh.
Email: znewstv.bd@gmail.com Mobile: 01908688552