মীর ইমরান মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলা শিবচরের কাগজ পত্র ঠিক না থাকায় দুই ইটভাটাকে ৫০ হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
গত মঙ্গলবার (১৬ জানুয়ারী) শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়নের চান্দের চর বাজার সংলগ্ন মেসার্স মুন্সী ব্রিকস ফিল্ড ও মেসার্স মোল্লা ব্রিকস নামের দুটি ইটভাটাকে ৫০ হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা করে।
শিবচর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজুল রহমান,।
শিবচর থানার পুলিশের একটি টিম নিয়ে অবৈধ ভাবে মাটি কেটে ইট প্রস্তুতকারক ও নিয়ম না মেনে, ইটভাটার কাগজ পত্র ঠিক না থাকায় মেসার্স মুন্সী ব্রিকস ফিল্ড এর প্রোঃ মোঃ নূরু মুন্সী ও মেসার্স মোল্লা ব্রিকস এর প্রোঃ হেলাল উদ্দিন মোল্লাকে ৫০ হাজার করে জরিমানা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজুল রহমান বলেন শিবচরে যত গুলো ইটভাটার কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে আমরা চাই নিয়ম মেনে ইটভাটা চালু থাকুক, কোন প্রকার অনিয়ম ও কাগজপত্র ছাড়া কোন ইটভাটা চালু থাকবে না,আমরা চাই সরকারের নির্দেশনা ও পরিবেশ অধিদপ্তরের নিয়ম মেনে ইটভাটা চালু থাকুক, আজ দুই টি ইটভাটায় অভিযান পরিচালনা করি,এ সময় দুইটি ইটভাটার কাগজপত্র ঠিক না থাকায় মেসার্স মুন্সী ব্রিকস ফিল্ড ও মেসার্স মোল্লা ব্রিকস কে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আমাদের প্রতি নিয়ত এই অভিযান অব্যাহত থাকবে।
Z News Tv,991/2 west kazipara, mirpur 10, 1216 Dhaka, Bangladesh.
Email: znewstv.bd@gmail.com
Copyright © 2025 Z News Tv. All rights reserved.